POOR FUND
১৯৯৫
এস.এস. সি. পরিক্ষার পর নানীর বাড়ী বেড়াতে গিয়ে নানীর কাছ থেকে বিভিন্ন ধর্মীয় জ্ঞানের গল্প শোনার পাশা পাশি গরীব বা দরীদ্রদের সেবা করার উৎসাহ দেন আমাকে। তখন খেকেই শুরু নিজের উদ্দ্যগে ।”দরীদ্র ফান্ড”।
১৯৯৭
২রা মার্চ নানীর মৃত্যুর পর আর ধর্মীয় জ্ঞানের গল্প শোনার পাশা পাশি গরীব বা দরীদ্রদের সেবা করার উৎসাহ হারিয়েফেলি তখন খেকেই শুরু কি ভাবে এই কার্যক্রম টিকিয়ে রাখা যায় ।
১৯৯৯
”দরীদ্র ফান্ড” এ কিভাবে প্রচার প্রসার করা যায় তা ভাবতেই দীর্ঘ এক বছর লেগে যায় । অনেকের সাথে পরামর্শ ও যোগাযোগ করেও কোন ফল পাইনি, কোন আর্থিক সহযোগিতাও পাইনি । হতাসায় রয়ে গেলাম। আবার ভাবতে লাগলাম কিভাবে কার কাছে ”দরীদ্র ফান্ড” এ আর্থিক সহযোগিতা পাবো !!
২০০১
”দৈনিক ভোরের ডাক” পত্রিকায় চাকুরী নিলাম শুরু হলো কর্ম জীবন, দীর্ঘ ৮ মাস পর “গণস্বাস্ব্য ফার্মাসিউটিকেলস্ এ নিয়োগ দেখে ইন্টারভিউ দিয়ে চট্টগাম ডিপোর ডিপো ইন্চার্জ এ নতুন চাকুরী শুরু অতপর….
২০০২
”দরীদ্র ফান্ড”। নিয়ে আমার অফিসের কলিকদের সাথে সেয়ার করায় যে, আমি অফিস টাইমের পর আপনাদের যে কোন কাজে হেল্প করতে প্রস্তুত আছি ২(দুই টাকার ) বিনিময়ে। তখন থেকেই আমার ”দরীদ্র ফান্ড” এ অর্থ আসতে শুরু করে । যা আসে সব আমার নিজ ”দরীদ্র ফান্ড” এ জমা করি।
২০০৬
কত শত মানুষের নিকট হাতপাতি ভিক্ষার মত করে সহজেও কেউ এগিয়ে আসেনা নানান কথা শোনায় ।তারপরও আমার দ্বারা কার্যক্রম গুলো পরিচালিত হচ্ছে।
২০০৮
”দরীদ্র ফান্ড” এ অনেকেই সাহায্য করতে শুরু করল। আমিও বিভিন্ন দূর্যোগের সময় দরীদ্রদের পাশে থাকতে থাকলাম। কিন্তু একময়….
২০১০
”দরীদ্র ফান্ড” এর দান কম হতে শুরু হলো কারন যারা দান করত তারা নিজেরাই নাকি আর্থিক সমস্যায় পরেছেন। তবুও তারা কিছু না কিছু দিতে চালু রেখেছেন।
”দরীদ্র ফান্ড” টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রাকে গুরুত্ব দিয়েই আবার চেষ্টা চাতে শুরু করলাম তবে আগের মত আর কোথাও কোন দরীদ্রদের সহযোগিতা করতে পারছিনা ।
কে দেবে আমার ”দরীদ্র ফান্ড” এ অর্থ ???
কারন আমি তো আর কোন ডকোমেন্টারী ভিডিও বানাইনা ? বা কোন ছবি তুলিনা ??
এবার ভাবছি ”দরীদ্র ফান্ড” এর জন্য ডকোমেন্টারী বানাবো …।
আজও এভাবেই চালিয়ে যাচ্ছি সকলের দোয়ায়.....
দরিদ্র তহবিলের দান বক্স -
Midland Bank-
Md. Sohel Rana-
A/C-0020-1010011378-
Bogra Branch
Poor Fund Donation Box -
Midland Bank-
Md. Sohel Rana-
A/C-0020-1010011378-
Bogra Branch
এস.এস. সি. পরিক্ষার পর নানীর বাড়ী বেড়াতে গিয়ে নানীর কাছ থেকে বিভিন্ন ধর্মীয় জ্ঞানের গল্প শোনার পাশা পাশি গরীব বা দরীদ্রদের সেবা করার উৎসাহ দেন আমাকে। তখন খেকেই শুরু নিজের উদ্দ্যগে ।”দরীদ্র ফান্ড”।
১৯৯৭
২রা মার্চ নানীর মৃত্যুর পর আর ধর্মীয় জ্ঞানের গল্প শোনার পাশা পাশি গরীব বা দরীদ্রদের সেবা করার উৎসাহ হারিয়েফেলি তখন খেকেই শুরু কি ভাবে এই কার্যক্রম টিকিয়ে রাখা যায় ।
১৯৯৯
”দরীদ্র ফান্ড” এ কিভাবে প্রচার প্রসার করা যায় তা ভাবতেই দীর্ঘ এক বছর লেগে যায় । অনেকের সাথে পরামর্শ ও যোগাযোগ করেও কোন ফল পাইনি, কোন আর্থিক সহযোগিতাও পাইনি । হতাসায় রয়ে গেলাম। আবার ভাবতে লাগলাম কিভাবে কার কাছে ”দরীদ্র ফান্ড” এ আর্থিক সহযোগিতা পাবো !!
২০০১
”দৈনিক ভোরের ডাক” পত্রিকায় চাকুরী নিলাম শুরু হলো কর্ম জীবন, দীর্ঘ ৮ মাস পর “গণস্বাস্ব্য ফার্মাসিউটিকেলস্ এ নিয়োগ দেখে ইন্টারভিউ দিয়ে চট্টগাম ডিপোর ডিপো ইন্চার্জ এ নতুন চাকুরী শুরু অতপর….
২০০২
”দরীদ্র ফান্ড”। নিয়ে আমার অফিসের কলিকদের সাথে সেয়ার করায় যে, আমি অফিস টাইমের পর আপনাদের যে কোন কাজে হেল্প করতে প্রস্তুত আছি ২(দুই টাকার ) বিনিময়ে। তখন থেকেই আমার ”দরীদ্র ফান্ড” এ অর্থ আসতে শুরু করে । যা আসে সব আমার নিজ ”দরীদ্র ফান্ড” এ জমা করি।
২০০৬
কত শত মানুষের নিকট হাতপাতি ভিক্ষার মত করে সহজেও কেউ এগিয়ে আসেনা নানান কথা শোনায় ।তারপরও আমার দ্বারা কার্যক্রম গুলো পরিচালিত হচ্ছে।
২০০৮
”দরীদ্র ফান্ড” এ অনেকেই সাহায্য করতে শুরু করল। আমিও বিভিন্ন দূর্যোগের সময় দরীদ্রদের পাশে থাকতে থাকলাম। কিন্তু একময়….
২০১০
”দরীদ্র ফান্ড” এর দান কম হতে শুরু হলো কারন যারা দান করত তারা নিজেরাই নাকি আর্থিক সমস্যায় পরেছেন। তবুও তারা কিছু না কিছু দিতে চালু রেখেছেন।
”দরীদ্র ফান্ড” টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রাকে গুরুত্ব দিয়েই আবার চেষ্টা চাতে শুরু করলাম তবে আগের মত আর কোথাও কোন দরীদ্রদের সহযোগিতা করতে পারছিনা ।
কে দেবে আমার ”দরীদ্র ফান্ড” এ অর্থ ???
কারন আমি তো আর কোন ডকোমেন্টারী ভিডিও বানাইনা ? বা কোন ছবি তুলিনা ??
এবার ভাবছি ”দরীদ্র ফান্ড” এর জন্য ডকোমেন্টারী বানাবো …।
আজও এভাবেই চালিয়ে যাচ্ছি সকলের দোয়ায়.....
দরিদ্র তহবিলের দান বক্স -
Midland Bank-
Md. Sohel Rana-
A/C-0020-1010011378-
Bogra Branch
Poor Fund Donation Box -
Midland Bank-
Md. Sohel Rana-
A/C-0020-1010011378-
Bogra Branch
1995 S.S. C. After the examination, when I visited my grandmother's house, I heard stories of various religious knowledge from her and encouraged me to serve the poor. Then Khekei started on his own initiative. "Poor Fund". 1996 After the death of my grandmother on March 2, I lost the urge to listen to the stories of religious knowledge and to serve the poor. How can this activity be sustained? 1999 It took a long year to figure out how to spread the word about the "poor fund". After consulting and communicating with many people, I did not get any result, nor did I get any financial support. I remained in despair. Again I started thinking how can I get financial support from a "poor fund" !! 2001 Job auction started in "Daily Bhorer Dak" newspaper. After a long 6 months, after seeing the recruitment in "Ganaswasbya Pharmaceuticals", he started a new job in Chittagong Depot Depot in-charge. 2002 "Poor Fund". I am ready to help you in any work after office hours for 2 (two rupees). From then on, money started coming to my "poor fund". I deposit everything that comes in my own "poor fund". 2006 Hundreds of people like begging hand in hand, no one comes forward to hear the various things. Even then, the activities are being conducted by me. 2006 Many began to help the "poor fund". I also stayed by the side of the poor during various disasters. But one at a time. 2010 Donations to the "poor fund" began to dwindle because those who donated were themselves or in financial trouble. Yet they continue to give something. I started trying again with the "Poor Fund" sustainable development goal in mind, but I can't help the poor anywhere else like before. Who will pay for my "poor fund" ??? Because I don't make any more documentary videos? Or take a picture ?? Now I am thinking of making a documentary for the "poor fund". I am continuing like this even today with the blessings of all .....
No comments
Please do not any spam in the comments Box.