ফেসবুকে Shop তৈরী করবেন কিভাবে ?
ফেসবুক সাম্প্রতিক সময়ে অনেক কিছুই আপডেট করেছে। তার মধ্যে সবচেয়ে মেজর আপডেট হয়েছে পেজ সেকশনে। পেজের ক্ল্যাসিকাল লুক থেকে এডভান্স লুকে নিয়ে আসা হয়েছে এবং Facebook Shop এর একটা আমূল পরিবর্তন হয়েছে।
ফেসবুক পেজের সাথে সাথে পরিবর্তন আনা হয়েছে ফেসবুক বিজনেস ম্যানেজার এবং এড ম্যানেজার একাউন্টে। এর সাথে নতুন যুক্ত হয়েছে Commerce Manager. এই কমার্স ম্যানেজার মূলত বিজনেস ম্যানেজারের এর সাথে ট্যাগ হয়ে শপটাকে মেইনটেইন করে। আমরা একে একে এসবগুলোর ব্যাবহারই শিখে নিব। প্রথমে চলুন শিখে নেয়া যাক কিভাবে ফেসবুকে শপ তৈরী করবেন।
ফেসবুক শপ তৈরী করতে হলে প্রথমে আপনাকে আপনার পেজে যেতে হবে। নিচের নির্দেশ গুলো ধারাকবাহিকভাবে অনুসরণ করুন। আপনার পেজ দাঁড়িয়ে যাবে।
১. আপনার পেজে যান। পেজের বাম পাশের মেনু থেকে Manage Shop মেনুতে ক্লিক করুন। ছবি ১
01 |
২. এবার আপনাকে একটা পপ আপ উইন্ডোতে দেখাবে কিভাবে মাত্র তিনটা স্টেপে আপনি আপনার শপ তৈরী করে ফেলতে পারেন। টেনশন ফ্রি হবার কোন কারণ নেই, আপনাকে অন্তত ১০ টা স্টেপ যেতে হবে। এসব মিষ্টি কথায় কান দিয়েন না। Next বাটনে ক্লিক করেন।
02 |
৩. এই ধাপে এসে আপনাকে চেক আউট মেথড নির্বাচন করতে হবে। এখানে দুই ধরণের মেথড বা প্রক্রিয়ার কথা বলা আছে।
ক. চেক আউট উইথ ওয়েবসাইট: আপনার একটা ওয়েবসাইট থাকবে, যেখান থেকে আপনার কাস্টমার কোন একটি পণ্য পছন্দ করলে অর্থাৎ সেই পণ্যে ক্লিক করলে আপনার কাস্টমারকে রিডাইরেক্ট করে সেই পণ্যের বর্ণনাসহ যে পেজটি আপনি ফেসবুকের শপে তৈরী করে রেখেছেন সেখানে নিয়ে আসবে। এর জন্য আপনাকে কোন বাড়তি টাকা দিতে হবে না।
খ. চেক আউট উইথ মেসেজিং: এই মেথডে আপনার কাস্টমারকে ফেসবুক মেসেঞ্জার বা ইন্সটাগ্রাম ডিরেক্ট অথবা হোয়াটস এপে নিয়ে আসা হবে সেখানে কথা বলে আপনি পেমেন্ট নিয়ে দিতে পারবেন। এর জন্যও আপনাকে কোন বাড়তি টাকা গুণতে হবে না।
সব কিছু ফ্রি! মনে হচ্ছে হবু চন্দ্র রাজার দেশে চলে এসেছি! যাই হোক, Next বাটনে ক্লিক করেন।
03 |
৪. এই ধাপে আপনাকে আপনার বিজনেস একাউন্ট তৈরী করতে হবে। ভয় পাবার কিছু নেই, এই প্রক্রিয়া সয়ংক্রিয় মানে অটোমেটিক হয়ে যাবে। একাউন্ট এর জন্য আপনাকে শুধু আপনার বিজনেস ইমেইল আর চাইবে আর আপনার পেজের নামটা ফেসবুক নিয়ে নিবে Business Account খোলার জন্য। আর যদি আগে থেকে বিজনেস একাউন্ট ওপেন করা থাকে তাহলে সেটাই লিস্ট থেকে নির্বাচন করুন। Next বাটনে ক্লিক করুন।
03 |
৫. এবার আপনার একটা ক্যাটালগ নেম লিখতে বলবে। ক্যাটালগ মানে হচ্ছে আপনার পণ্যকে যেভাবে ক্যাটালগিং করেন সেই ক্যাটালগ। আপাতত একটা নাম দিয়ে ক্যাটালগ ক্রিয়েট করেন। Next বাটনে ক্লিক করেন।
04 |
৬. এই ধাপে এসে আপনি এই পর্যন্ত যা যা তথ্য দিয়েছেন সব কিছুর সামারি দেখাবে। যদি কিছু ভুল করার থাকে তাহলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এবার সাবমিট করেন রিভিউ এর জন্য। এবার শপ ক্রিয়েট মাত্র শুরু হবে।
05 |
এখন দেখবেন আপনাকে দুইটা অপসন দেখাবে "View your shop" এবং "Customize your shop". যেহেতু শপে কিছু নাই আপনি শপকে কাস্টমাইজ শুরু করেন। আপনার শপ রেডি হয়ে গেছে। এবার বাকি কাজ আপনার।
06 |
07 |
No comments
Please do not any spam in the comments Box.