CV পাঠানোর নিয়ম

Share:
CV পাঠানোর নিয়ম
CV পাঠানোর নিয়ম

চাকরির আবেদনের জন্য ইমেইলে CV পাঠানোর ক্ষেত্রে যে ৭টি নিয়ম মনে রাখতে হবে -



১। সবচেয়ে বড় ভুল ফাইল/সিভি এটাচ না করেই অনেকে মেইল করে দেয়। এই ভুল করতে না চাইলে সবসময় প্রথমে ফাইলটি আপলোড করবেন এবং তারপর Subject Line লিখবেন

২। ইমেইলের বডি পার্টের শুরুতে "Dear Sir/Madam" অথবা "To whom it may concern" এইরকম সম্বোধন লেখার দিন এখন আর নেই। "Respected Concern" বা "Hiring Authority" লিখতে পারেন ।

৩। সিভি অবশ্যই পিডিএফ ফরম্যাটে করে নিবেন। মনে করুন আপনি MS Word 10 এর সাহায্যে ডিজাইন করে আইকন দিয়ে সুন্দর সিভি বানিয়ে জবের জন্য আবেদন করলেন, কিন্তু চাকরিদাতা আপনার সিভি মোবাইল অথবা MS Word 7 দিয়ে চেক করলো। তাহলে আপনি যদি ওয়ার্ড ফাইল সেন্ড করেন তাহলে অনেক সময় আপনার সিভি ফরম্যাট লেআউট ঠিক থাকে না। তাই সিভি পারফেক্ট লুক বজায় রাখার জন্য পিডিএফ আকারে পাঠাবেন

৪। CV/Resume ফাইলের নাম নিজের নামে সেভ করবেন । My CV/Download CV/Updated final CV নামে সিভি সেন্ড করা যাবে না।


৫। প্রফেশনাল মেইল আইডি থেকে সিভি সেন্ড করবেন। ফেক কিংবা অদ্ভুত নামের ইমেইল আইডি দিয়ে আবেদন করলে আপনার সিভি খুলেও দেখা হবে না।

৬। সিভি সেন্ড করার সময় ইমেইলের Subject Line খালি রাখা যাবে না। অবশ্যই Subject Line এ Position Title লিখতে হবে।যেমন
- Applying for the position of MTO.

৭। সিভিতে আপনার ছবি থাকবে। আলাদা করে ছবি মেইল করার প্রয়োজন নেই।

No comments

Please do not any spam in the comments Box.