Sales Manager

Share:

Sales Manager

Sales Manager
যে লোকটা সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে কিভাবে আজকে সেলস বুস্ট আপ করবে,
কিভাবে দিন টা শুরু করবে সে আপনার কম্পানির ক্লার্ক নয়,
"আপনার কম্পানির ফাইটার ।

যে লোকটা গ্রাজুয়েট হয়ে দুপুরে একটা রিক্সাচালকের পাশে বসে ৫০-১০০ টাকায় লাঞ্চ টা কোনো রকম সেরে নেয় সে শুধুই কাজের লোক নয়,
"সেই আপনার কম্পানির হৃদস্পন্দন ।

যে লোকটা ক্লান্ত শরীরে সন্ধ্যায় ঘরে ফিরেও পরিবারের সাথে একটু কথা না বলে রিপোর্ট লিখতে বসে সে শুধুই একজন বিক্রয় কর্মী নয়,
"সে আপনার কম্পানির ডেডিকেটেড হিরো ।

যে লোকটা রাতে ঘুমাতে যায় পরের দিন সকালে আবার কিভাবে শুরু করবে সেটা ভেবে আপনার কম্পানির মালিক মালিক হওয়ার স্বপ্ন সেই ঘুমে দেখতে পায়না,
দেখে কিভাবে পরের দিন সকালে কি কি নতুন কৌশলে আপনার পন্য নিয়ে বাজারে ফাইট করবে সেটা ।
Sales Manager

তাদের ভালোবাসুন ।
দেখবেন তারাও তাদের সবটুকু দিয়ে আপনাকে পরিপূর্ণ করবে...............।

No comments

Please do not any spam in the comments Box.